সেই রনি এবার সিলেটে
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ রেলখাতের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে এসেছেন। তিনি ৫ আগস্ট শুক্রবার রাতে এসে যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছান।এ সময় তিনি যাত্রীদের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করে বলেন, আপনারা কেউ যদি রেল খাতে ভোগান্তির শিকার হন তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। কেউ অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ই-মেইল করতে পারেন। আনি আপনাদের হয়ে কাজ করবো।মহিউদ্দিন রনি বলেন, সিলেটের মানুষ অনেক সচেতন। সিলেটে আসার পর আমরা তেমন কিছু পাইনি। এসে দেখলাম কোনো কর্মকর্তা-কর্মচারী শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করছেন কিনা। তবে এ অঞ্চলের লোকজন সচেতন। তবে আমরা রেল স্টেশনে অবস্থানকালে ১ ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখেছি। পরে তাকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন,আমাদের সবাইকে সচেতন হতে হবে। অব্যবস্থাপনা ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে সব কয়টি রেল স্টেশন শৃঙ্খলার মধ্যে রয়েছে।এটাই ভালো লেগেছে। আমরা দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত রেলসেক্টর দেখতে চাই।