সেন্টমার্টিন ভ্রমণে যেতে লাগবে নিবন্ধন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ সুরক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পর্যটকদের সংখ্যা সীমিত করা এবং কোনো পর্যটককে নিবন্ধন বা অনুমতি ছাড়া সেন্টমার্টিনে প্রবেশ করতে না দেওয়া।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে “সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধকরণ” বিষয়ক কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ এই কথাগুলো তুলে ধরেন।মহাপরিচালক জানান, পাহাড় কাটা এবং জলাশয় ভরাটের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করা হয়েছে। দেশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং নদীগুলোকে দূষণমুক্ত রাখতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার মাধ্যমে দ্বীপের পরিবেশ সংরক্ষণ করা হবে, পাশাপাশি দ্বীপের অধিবাসীদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, কক্সবাজার শহরকে প্লাস্টিক মুক্ত করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সাগরকে প্লাস্টিক মুক্ত রাখার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।