সৈয়দপুর ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শিলা মিয়ার মৃত্যুতে মিশিগানে শোক সভা

মিশিগান করেসপন্ডেন্ট
সত্যবাণী

মিশিগান: সৈয়দ পুর কমিউনিটি অফ মিশিগান ইউ.এস.এ’র আহবায়ক, সুনামগন্জ জেলার জগন্নাথপুর থানার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শিলা মিয়ার মৃত্যুতে আমেরিকার  মিশিগানে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিশিগানের ওয়ারেনস্থ আল শাহী প্লেসে অনুষ্ঠিত এই শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সৈয়দ শিব্বির আহমদ। সাধারণ সম্পাদক সৈয়দ এহিয়া আহমদের পরিচালনায় দোয়া মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মসরুর আহমদ।

মরহুম সৈয়দ শিলা মিয়ার জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে শোকসভায় আলোচনায় অংশ নেন সর্ব জনাব আক্কাস কোরেশি, বাবুল আহমদ বাচ্ছু, সৈয়দ কাওসার আহমদ ও সামছুন নুর কোরেশি প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. শাহনাজ মিয়া, সৈয়দ জনি আহমদ, সৈয়দ সফওয়ান আহমদ, মো. আব্দুন নুর ও মো. তায়েফ আহমদ প্রমুখ।
আলোচনা শেষে দুরুদশরীফের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সৈয়দ মসরুর আহমদ।

বক্তারা প্রয়াত সৈয়দ শিলা মিয়াকে সরল মনের একজন মায়াবী মানুষ আখ্যায়িত করে বলেন, মানুষের সুখ-দুঃখে তিনি সব সময় সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর আমেরিকার মিশিগানে বার্ধক্যজনীত রোগে সৈয়দ শিলা মিয়া ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে সৈয়দ হাবিল মিশিগান বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিতমূখ যুবকর্মী।

জগন্নাথপুর থানার সৈয়দপুর ঈশান কোনার সন্তান প্রয়াত সৈয়দ শিলা মিয়া দীর্ঘদিন সৈয়দপুর ইউনিয়নের মেম্বার ও পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

You might also like