সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা সৈয়দপুর, জগন্নাথপুর-এর ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী মঙ্গলবার
নিউজ ডেস্ক
সত্যবাণী
জগন্নাথপুর: আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) কর্তৃক প্রতিষ্ঠিত সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা সৈয়দপুর, জগন্নাথপুর-এর ৩৫তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৩ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন যথাক্রমে সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস মাদরাসার মুহতামীম, খলিফায়ে শায়খে গাজী নগরী হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম ও ইংল্যান্ডের সান্ডারল্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব খলিফায়ে শায়খে কৌড়িয়া হাফিজ মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের উপপরিচালক, শায়খুলহাদিস আল্লামা ড. মুশতাক আহমদ। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক খান শায়খে ধনুকান্দী, বিশিষ্ট মুফাস্সিরে কোরআন মাওলানা নাজমুদ্দিন কাসেমী, শায়খুলহাদিস মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মাওলানা সৈয়দ নোমান আহমদ, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা কারী মুখতার আহমদ, সিলেট জামিআ সিদ্দিকিয়ার শিক্ষা সচিব মাওলানা আফতাবুজ্জামান হেলাল প্রমূখ উলামায়ে কেরাম।উক্ত ওয়াজ মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অত্র মাদরাসার মুহতামীম সৈয়দ মুমিন আহমদ মবনু এবং নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা মুহিবুর রহমান বিশেষ অনুরোধ করেছেন