সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরের ঘটনায়-সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্বেগ, জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে   সম্মিলিত সামাজিক আন্দোলন।

সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অবস্থিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি দুবৃর্ত্তরা ভাঙচুর করে। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করলে এখনও পর্যন্ত কেঊ গ্রেফতার হয়নি। একটি সভ্য সমাজে এভাবে ম্যুরাল ভাঙচুর অকল্পনীয়। স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি কেউই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি, একইসাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দাবী জানাচ্ছি।

You might also like