সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ যে সকল বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবের ফিরে যেতে চায় তাদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

ড. মোমেন বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে ফিরতে সহায়তা করবে।বাংলাদেশ সরকার সৌদি সব এয়ারলাইনসকে এখানে অবতরণ এবং বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার অনুমতিও দিয়েছে।এর আগে, শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করার জন্য বাংলাদেশ বৈধ ভিসাধারীদের এবং তাদের ইকামা (বৈধ কাজের অনুমতি) জন্য সৌদি আরবের কাছে আরও তিন মাসের মেয়াদ বাড়িয়েছিল।সৌদি সরকার এই পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য তিনবার ইকামার বৈধতা বাড়িয়েছে যারা কোভিড -১৯ মহামারিজনিত কারণে এখানে যারা আটকে গিয়েছিল। সর্বশেষ এক্সটেনশনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছিল।

You might also like