স্কুল খুলেছে: গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ সারাদেশের মতো টাওয়ার হ্যামলেটস বারার স্কুলগুলোও আবারও শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠছে। গত সপ্তাহ থেকে স্কুলগুলোর দরোজা খুলে যাওয়ার সাথে সাথে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে স্বাগত জানানো হয়েছে।কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল খোলার প্রেক্ষাপটে বারার শিশু কিশোর বয়সী শিক্ষার্থীরা কাউন্সিলের এসোসিয়েট ডিরেক্টর অব পাবলিক হেলথ ফর চিলড্রেন এন্ড ফ্যামিলিজ, ক্যাটি কোলকে বারার অনেকগুলো প্রশ্ন করেছেন। এসব প্রশ্নের উত্তর এবং স্কুলে যাওয়ার বিষয়ে সকল তথ্য, পরামর্শ এবং সহযোগিতার তথ্যাবলী সম্পর্কিত একটি ভিডিওটি তৈরী করা হয়েছে, এটি দেখার জন্য ভিজিট ভিজিট করুন – www.towerhamlets.gov.uk/backtoschool.

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমাদের এটাও মনে রাখা দরকার যে, মহামারীজনতি কারণে গণপরিবহনের ধারণ ক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তাই দয়া করে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, টিউবে চলাচল যতটুকু সম্ভব এড়িয়ে চলুন এবং সম্ভব হলে ড্রাইভ করুন। পায়ে হেঁটে, সাইকেল বা স্কুটারে – যেক্ষেত্রে যেটা সম্ভব সেই উপায়ে স্কুলে যাওয়া আসা করুন। ট্রান্সপোর্ট ফর লন্ডন এর ওয়েবসাইটেও (tfl.gov.uk/info-for/schools-and-young-people/travel-guidance-for-schools?cid=reopeningeducation) এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন।

You might also like