স্টিলের ব্রিজ দীর্ঘ যানজট জগন্নাথপুরে নিত্যসঙ্গী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রত্যেক ঈদের সময় অসহনীয় যানজট সৃষ্টি হয়।এজন্য যাত্রী ও গাড়িচালকরা বিপাকে পড়েন। ঈদ ছাড়াও প্রতিদিনই মহাসড়কের রাণীগঞ্জ সেতুতে দীর্ঘ যানজট থাকে।জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, এছাড়াও ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কের ইছাগাঁও নামক স্থানে স্টিলের ব্রিজে প্রায় সময়ই যানজট লেগে থাকে। অনেক সময় ব্রিজের মাঝামাঝি গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চালকরা কেউ কাউকে সুযোগ না দেয়ায় তর্ক-বির্তক করে সময় নষ্ট করেন। অনেক সময় হাতাহাতির মত ঘটনাও ঘটে। এই ব্রিজে ট্রাফিকসেবা চালু না থাকায় এবং গাড়িতে বেপরোয়া প্রতিযোগিতার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঝুঁকিপূর্ণ এই ব্রিজে রডের এঙ্গেল, সিমেন্টসহ বিভিন্ন ভারী মালামাল বোঝাই করেও পরিবহন করা হয়।এ বিষয়ে জানতে জগন্নাথপুর পৌর শহরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রাফিক পুলিশ জগন্নাথপুর পৌর শহরে সবসময় কাজ করে থাকে। তিনি বলেন, বিশেষ করে ওয়ান ওয়ে সিস্টেম হওয়ায় বেশি সময় দিতে হয় এখানে। প্রায় সময় পৌর শহরে যানজট লেগে থাকে সেখানে যানজট মুক্ত করতে পরিশ্রম করতে হয়। ইছাগাঁওয়ে স্টিলের ব্রিজে যানজটের খবর শুনলে সেখানে গিয়েও যানজট মুক্ত করি। আমাদের জনবল অনুযায়ী কাজ করতে হয়। তাই স্টিলের ব্রিজে নিয়মিত ট্রাফিক পুলিশ দেয়া সম্ভবনা নয়। আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।

You might also like