স্ত্রীর জন্য দোয়া চাইলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার (২৬ জুলাই) দুপুরে শামীম ওসমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সকলের কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।গত বছরের সেপ্টেম্বের ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি অসুস্থ ছিলেন বেশ কিছু দিন।

উল্লেখ্য, করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন সালমা ওসমান লিপি।

You might also like