স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। ৩ মার্চ শুক্রবার রাত পৌনে ১২টায় নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার আলেয়া বেগম উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামের ওমান প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। গত ২ মার্চ বৃহস্পতিবার নবীগঞ্জ থানা পুলিশ আব্দুর রহমানের (৬০) বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।পুলিশের বরাত দিয়ে নবীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, আব্দুর রহমান কিছুদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। ৮ ছেলে- মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি একই ঘরে থাকতেন। প্রায়ই তাদের সংসারে ঝগড়া হতো। আব্দুর রহমানের দেখাশোনা করতেন শুধু তার বড় মেয়ে লিজা বেগম।১ মার্চ বুধবার রাতে ঘরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে বৃহস্পতিবার ভোরে এলাকার লোকজন বাড়িতে এসে দেখতে পান আব্দুর রহমানের মরদেহ ঘরের মধ্যে পড়ে আছে। তার নাকের পাশে আঁচড়ের মতো জখম ছিল।এ বিষয়ে ওসি ডালিম আহমদ বলেন, আব্দুর রহমানকে হত্যার অভিযোগে তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লিজা বেগম বাদী হয়ে মা আলেয়া বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

You might also like