স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু,শনাক্ত ৩৫৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫৩৩ জন।এনিয়ে মোট মারা গেলেন ২,৪৫৭ জন এবং দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৯৩,৫৯০ জন।বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।অনলাইন বুলেটিনে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ১৪,০০২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩,৪৫৩টি।এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,১৬৩ জন।মোট শনাক্ত হয়েছিলেন ১,৯০,০৫৭ জন।আর গতকাল আরও ৩৩ জন মারা যান।এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৪২৪ জন।এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৪,৯১০ জন।এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,০৩,২২৭ জন।গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৩৪ লাখ ৭২ হাজারের বেশি।মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৮১ হাজার।তবে প্রায় ৭৮ লাখ ৭৬ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

You might also like