স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি করোনায় এক দিনে মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৭৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯১ জন।প্রথম করোনা শনাক্তের ১৬০ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৬১ শতাংশ।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৫২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন বা ৭৯.১১ শতাংশ এবং নারী ৭৫০ জন বা ২০.৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

বিশ্ব পরিস্থিতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩ আগস্টের প্রতিবেদন অনুসারে,গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩৯৮ জনের।যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৮১৪ জনে।করোনা বিশ্বব্যাপী কেড়ে নিয়েছে আরো ৬ হাজার ৯৩৩ জনের প্রাণ। এতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৪৪ হাজার ৩৮৫ জনে।গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনা সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

You might also like