স্বাস্থ্য অধিদফতরের ডিজি-এডিজিকে ডিবির জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আরেকজন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, জেকেজি হেলথকেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ডিবির সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। এই দুই কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন আরও এক কর্মকর্তাসহ ২/১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলা জানা গেছে।এর আগে দ্বিতীয় দফা রিমান্ডে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী স্বীকার করেন- তাদের নমুনা সংগ্রহের চুক্তিভিত্তিক অনুমোদন ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য অধিফতরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।

You might also like