স্বাস্থ্য-সেবায় অবদান রাখায় ধর্মপাশায় সম্মাননা প্রদান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বাস্থ্য-সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।ধর্মপাশা থেকে সংবাদদাতা জানান, ২৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সম্মাননা প্রদান আনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে স্বাস্থ্য-সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী, উপজেলার সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর কমিউনিটি ক্লিনিক, সদর ইউনিয়নের হলিদাকান্দা ও কান্দাপাড়া ক্লিনিক, জেলার শ্রেষ্ঠ জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহর সভাপতিত্বে ও মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা শান্তি দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্টা, পারি’র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, সাংবাদিক সেলিম আহম্মেদ, সাংবাদিক এনামুল হক এ্যানি প্রমুখ।

You might also like