হকির শামসুল বারী আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৮ মে) ভোরে ইন্তেকাল করেছেন তিনি।শামসুল বারীর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। দুপুর একটায় মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।শামসুল বারী বাংলাদেশের হকি ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়, কিংবদন্তি ছিলেন। দীর্ঘ ১৮ বছর তিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।