হজরত শাহজালাল (রহঃ) মাজারের লাকড়ি তোড়া উৎসবের ৭০৫ বছর

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে হজরত শাহজালাল (রহঃ) মাজারের লাকড়ি তোড়া উৎসবের মাধ্যমে মাজারের বাৎসরিক ওরশের যাত্রা শুরু হয়ে গেল। আগামী ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হবে বার্ষিক ওরশ। ওরশকে সামনে রেখে ১৭ মে বুধবার পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব।লাকড়ি তোড়া উৎসব সিলেটের আদি সংস্কৃতি। সিলেটের অন্যতম এ উৎসব ৭০৫ বছর ধরে পালন করা হচ্ছে। বর্ণিল এ আয়োজনে সিলেট মেতে উঠে ভিন্ন সাজে। বিশেষ করে চায়ের বাগান লাক্কাতোড়া থেকে দলবেঁধে লাকড়ি নিয়ে আসা হয়। আর ওই লাকড়ি স্তূপ করে রাখা হয় ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল মজররদে ইয়ামেনি (রহঃ) মাজারে। ওরশে শিরণি রান্নার কাজে ব্যবহৃত হয় এই লাকড়ি। এই দিনকে সিলেট বিজয় দিবস হিসেবেও আখ্যায়িত করা হয়। এদিন হযরত শাহজালাল (রহঃ)-এর ওফাত হয়। এ কারণে এ দিনে বিশেষ প্রার্থনাও করা হয়। এদিকে, লাকড়ি তোড়া উৎসবকে কেন্দ্র করে বুধবার হাজার হাজার ভক্ত ও আশেকানের ঢল নামে সিলেট নগরিতে। সকাল থেকে ট্রাকযোগে গান বাজিয়ে ভক্তরা মিছিলসহ আসেন মাজার প্রাঙ্গণে। দুপুর গড়াতেই মাজার এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। নেচে গেয়ে সিলেট বিজয়ের এই দিনকে পালন করেন ভক্তরা। তবে মাজার কর্তৃপক্ষ যথাযথভাবে সব কর্মসূচি পালন করেছেন।

You might also like