হজরত শাহজালাল (রহ.)’র ৭০৩ তম ওরশ ১৯ জুন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে হজরত শাহজালাল (রহ.)’র ৭০৩ তম ওরশ আগামী ১৯ ও ২০ জুন।ওরশকে সামনে রেখে শনিবার পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব। এদিন ভক্ত-অনুরাগীরা ‘লালে লাল শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’, ওলি আউলিয়া কি জয়’ শ্লোগান সহকারে মাজারে যান।এরআগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার ভক্ত জড়ো হন দরগাহ প্রাঙ্গণে। জোহর নামাজের পর দরগায় মিলাদ শেষে রীতি অনুযায়ী নাকাড়া বাজার সঙ্গে সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়ে আবার মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ। শ্লোগান সহকারে মাজারে ফেরার পর মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরশের সময় শিরণি রান্নার কাজে ব্যবহৃত হবে।

ভক্তরা জানান, প্রাচ্যসূর্য্য, ৩৬০ আউলিয়ার সরদার, সুলতানুল আউলিয়া, হজরত শাহজালাল (র.)’র জীবদ্দশাতে এভাবেই লাকড়ি সংগ্রহ করা হতো। চিরায়ত সেই ঐতিহ্য বিগত ৭০৪ বছর ধরে পালিত হয়ে আসছে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এ উৎসব উদযাপিত হয়।এদিকে, লাকড়ি তোড়া উৎসব উপলক্ষে বাংলাদেশ হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি ও দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, মাজারের সেক্রেটারি সামুন মাহমুদ খান, ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মোঃ মকন মিয়া কর্মসূচি সফল করায় সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

You might also like