হজ নিয়ে সিদ্ধান্ত দেয়নি সৌদি আরব, কাটেনি অনিশ্চয়তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছেন তারা সবাই কী শেষ পর্যন্ত হজে যেতে পারবেন, এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনে। কারণ, করোনার কারণে বিদেশিদের হজযাত্রা বাতিল হবে নাকি সীমিত আকারে সুযোগ দেওয়া হবে, এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব। তবে এটা স্পষ্ট যে হজের সুযোগ মিললেও কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি, বাড়বে খরচ। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষার কথাই বলছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) হজ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, এবার সীমিত পরিসরে হজের আয়োজন করতে পারে সৌদি আরব। হজ পালনের জন্য প্রত্যেক দেশের যে নির্ধারিত কোটা আছে, তার ২০ শতাংশ ব্যক্তি এবার হজে যেতে পারবেন। সেই হিসেবে প্রতিবারের তুলনায় এবার হজের পরিসর হবে পাঁচ ভাগের একভাগ। রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে আরও জানিয়েছে, করোনা মোকাবিলায় এবার হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন কিছু সৌদি কর্মকর্তা। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ‘প্রতীকী সংখ্যক’ মুসল্লিদের হজের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

You might also like