হবিগঞ্জের লাখাইয়ে এবার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় লিঙ্গের সুরমা
শরিফ চৌধুরী
সত্যবাণী
হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের লাখাই উপজেলার ইউপি নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে তৃতীয় লিঙ্গের সুরমা প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন পড়েছে। উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৭,৮,৯ নম্বর সংরক্ষিতমহিলা আসনের মেম্বার পদপ্রার্থী হিসাবে ক্যামেরা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোছাঃ সুরমা।সংরক্ষিত মহিলা আসনের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় লিঙ্গের সুরমা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন এবং প্রচারনায় ভোটারদেরও বেশ সাড়া পাচ্ছেন। তৃতীয় লিঙ্গের হওয়া সত্তেও তার কোন সমস্যা হচ্ছেনা। মাঝে মধ্যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার পোস্টার ছিঁড়ে ফেলছে বলে তিনি অভিযোগ করেন৷ তিনি জানান সকলেই তাকে বিভিন্নভাবে সহযোগীতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ক্যামেরা মার্কার প্রার্থী তৃতীয় লিঙ্গের সুরমা জানান প্রচারনায় আমি আমার গ্রামের মুরুব্বী ও সকল শ্রেনীর মানুষের সহযোগীতা পাচ্ছি। তারা আমার প্রতি সহানুভূতিশীল। মাঝেমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার পোস্টার ছিঁড়ে ফেলে।ভোটারদের যে আশ্বাস পাচ্ছি তাতে জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী।