হবিগঞ্জের সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট বাতিল
শরিফ চৌধুরী
সত্যবাণী
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ৪১ নং কেন্দ্র (বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) কেন্দ্রের ভোট বাতিল করে পুনঃনির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ১২ ডিসেম্বর রবিবার নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন এবং রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সন্ধ্যার দিকে ভোট গননার সময় ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত এবং ওই কেন্দ্রে ভাংচুর করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুর্বৃত্তদের। পুলিশ বিপুল পরিমাণ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই দিনই ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা ভোট পুনঃ গননার জন্য আবেদন করেন। তদন্তের পর গতকাল নির্বাচন কমিশন পুনঃভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।এ ছাড়া ওই দিনের সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিনেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ অজ্ঞাত করে আরও ১শ জনকে আসামি করা হয়। এরপ্রেক্ষিতে দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে নির্বাচন কমিশনার এ ঘোষণা দেয়।