হবিগঞ্জে আসামি ধরতে গিয়ে পিটুনিতে ৮ পুলিশ সদস্য আহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর রাতে আসামী ধরতে গিয়ে আসামীপক্ষের লোকজনের পিটুনিতে ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মোড়লদীঘি এলাকায় এই ঘটনা ঘটে।আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পশ্চিমভাগ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের পুত্র সোহাগ তালুকদারের সাথে একই গ্রামের আরব আলী মিয়া ও তার পুত্র শাহীনের সাথে টাকার লেনদেন নিয়ে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘঠনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহাগ তালুকদার আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ৩ টায় আজমিরীগঞ্জ থানার এসআই ভুপেন্দ্র বর্মন ও পুনুয়েল হাঁচচাসহ একদল পুলিশ আরব আলীর বাড়িতে আসামী ধরতে অভিযান চালায়। আরব আলী ও পাশের বাড়ীর লোকজন আরব আলীর বাড়িতে প্রতিপক্ষের হামলা হয়েছে ভেবে পুলিশকে ধাওয়া দেয়।এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া ও পিটুনিতে আজমিরীগঞ্জ থানার এসআই ভুপেন্দ্র বর্মন, পুঁনুয়েল হাচচা, শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদসহ রাজিব দত্ত, দেলোয়ার হোসেন, হায়দার জাহান, আবু তাহের ও রুবেল মিয়া নামের ৮ পুলিশ সদস্য আহত হন। শুক্রবার ভোর পাঁচটায় এসআই ভুপেন্দ্র বর্মনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে আসামির লোকজনের ধাক্কা-ধাক্কি হয়েছে। এতে কোন পুলিশ সদস্য আহত হয়েছে কি না তা জানতে চাইলে ওসি বলেন, ওই রাতে বৃষ্টি হয়েছিল তাই হুড়োহুড়ির সময় পা পিছলে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে।

You might also like