হবিগঞ্জে একটি প্রাইভেট: হাসপাতাল ও চিকিৎসককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব
শরিফ চৌধুরী
সত্যবাণী
হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে অবস্থিত মুন জেনারেল হাসপাতালে বিদেশে থাকা চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও এক চিকিৎসককে জরিমানা করা হয়েছে।রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্প ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।র্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃকমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানাকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ হাসপাতালে অভিযান চালায়। এ সময় অভিযানে মুন জেনারেল হাসপাতালের ডাঃ তাসনিম সুলতানার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় তিনি এমবিবিএস পাস করেছেন। ইন্টার্নশিপ না করে অন্যজনের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেন আর হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে র্যাব -৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃকমান্ডার নাহিদ হাসান জানান, দীর্ঘদিন ধরে ডাঃ তাসনিম সুলতানা বিদেশ থাকা এক চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে অর্থদন্ড করা হয়।