হবিগঞ্জে করোনা ভ্যাকসিন প্রদানে অব্যবস্থাপনা

শরিফ চৌধুরী
সত্যবাণী

হবিগঞ্জ থেকেঃ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে করোনা ভ্যাকসিন প্রদানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। টিকা প্রদানে মানুষের মধ্যে আগ্রহ বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা।টিকা প্রত্যাশীর তুলনায় বুথ কম থাকায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেককে। পুরুষদের জন্য কয়েকটি টিকার বুথ থাকলেও নারীদের জন্য রয়েছে একটি বুথ। যার মধ্যে দুইজন টিকা প্রদান করে থাকেন।
সকালের দিকে টিকা প্রদানে বেশি ভিড় হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন নারী-পুরুষকে একই বুথে টিকা দেয়া হয়। নারী-পুরুষকে একসাথে টিকা দেয়ার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ার অভিযোগ করেছেন নারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইনে না দাড়িয়ে গাদাগাদি করে টিকা প্রদান করায় বয়স্কদের টিকা প্রদানে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে করে করোনা সংক্রমণের আশংকা করা হচ্ছে। তবে এতসব ঝক্কি ঝামেলার পরও হবিগঞ্জ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিরবিছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে যারা টিকা নিতে পেরেছেন স্বস্তি প্রকাশ করেছেন।তাই টিকা প্রদান শৃঙ্খলায় হোক এমনটাই জানিয়েছেন টিকা প্রত্যাশীরা।

You might also like