হবিগঞ্জে জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিড়ে ৪ বগি বিচ্ছিন্ন,৩ ঘন্টা পর ট্রেন চালু

শরিফ চৌধুরী
সত্যবাণী

হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিড়ে চার বগি বিচ্ছন্ন হয়ে প্রায় ৩ ঘন্টা রেলষ্টেশনে আটকা পড়ে। ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।এসময় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। সিলেট থেকে ছেড়ে এসে মাধবপুর উপজেলার মনতলা রেল ষ্টেশনে ৩টা ৪০ মিনিটে যাত্রা বিরতি করে। ট্রেন টি ছেড়ে যাওয়ার পরই মাঝ খানের একটি বগির জয়েন্ট খুলে দুভাগ হয়ে যায়।

ষ্টেশন মাষ্টার পরশ আলী শিকদার জানান,ঢাকাগামী আন্তঃ নগর জজয়ন্তিকার জয়েন্ট ছিড়ে ৪টি বগি বিচ্ছন্ন হয়ে পড়ে। ষ্টেশন বাজারের ব্যবসায়ী ফয়সল জানান ট্রেনের বগির জয়েন্ট ছিড়ে খুলে যাওয়ার বিষয় টি আশপাশে থাকা লোকজন দেখে সুর চিৎকার চিৎকার শুরু করলে চালক ট্রেন থামান।পরে কতৃপক্ষ ১১নম্বর বগির জয়েন্ট খুলা দেখতে পান। একারণে ৪টি বগি আলাদা হয়ে যায়। এসময় ট্রেনটি স্টেশনে ৩ ঘন্টা আটকা পড়ে। ফলে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌছে। ট্রেন যাত্রী আফজাল জানান,বিকট শব্ধে বগির জয়েন্ট খুলে গেলে এবং বাইরে লোকজন চিৎকার করলে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিনিয়ারিং টিম এসে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দিলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেন টি মনতলা থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে।

You might also like