হবিগঞ্জে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার এবং পরে অবমুক্ত
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকায় বিলুপ্ত প্রায় একটি গন্ধগোকুল প্রাণীকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২৮ আগস্ট সোমবার সকালে ভাদৈ এলাকায় বন বিভাগের অফিসের পাশে ঝোপ-ঝাড়ে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়। এ সময় প্রাণীটিকে দেখতে ওই এলাকায় ভীড় জমায় স্থানীয়রা। এর পুর্বে শহরের দিগন্তপাড়া এলাকার বাসিন্দা মওদুদ আহমেদ ঠাকুরের বাসা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।হবিগঞ্জ সদর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, এ প্রাণীটি আসলে বনে থাকে। এটি সমতল এলাকার প্রাণী নয়। তাছাড়া এটি এখন অনেকটা বিলুপ্তির পথে। কোথাও তেমন একটা দেখা যায় না। কিন্তু শহরের একটি বাসায় এটি পাওয়া গেছে। খবর পেয়ে আমরা প্রাণীটি উদ্ধার করে অবমুক্ত করি।