হবিগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও জেলা বৃক্ষমেলা’র উদ্বোধন করা হয়েছে।রবিবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আবু জাহির।জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগী ৬ জনকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা মুনাফা প্রদান করা হয়। মেলায় ১২টি নার্সারী দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করে। পরে নেতৃবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।