হবিগঞ্জে বৃষ্টিতে জলাবদ্ধতা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ টানা কয়েকঘণ্টার বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।১৬ জুন শুক্রবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়। দুপুরে এই বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন শহরবাসী।হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, শুক্রবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন এবং গণপূর্ত বিভাগের কার্যালয়ের ভেতর পানিতে থই থই। এ দপ্তরগুলোর কোন কোনটির ভেতরে হাটুসমান, আবার কোনোটির ভেতরে উরুসমান পানি দেখা গেছে। এছাড়া যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। পাশাপাশি কয়েক শ’ দোকান এবং বাড়িঘরেও পানি ঢুকে যায়।শায়েস্তানগর এলাকার বাসিন্দা নূরুল হক কবির বলেন, অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়। অনেক বাসাবাড়িতেও পানি। এ অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি।শায়েস্তানগর কাঁচাবাজারে আসা পুরান মুন্সেফীর বাসিন্দা ঝর্ণা আক্তার বলেন, বৃষ্টি হলেই শায়েস্তানগর পয়েন্টে পানি ওঠে। আশপাশের রাস্তায় যেসব ময়লা ফেলে রাখে, বৃষ্টি হলে সেগুলো পানিতে ভাসে। এই পানি পায়ে লাগলে পরে চুলকায়।এদিকে পানি বাড়ছে হবিগঞ্জের কালনী এবং কুশিয়ারা নদীতেও। এ জন্য হাওরাঞ্চলের লোকজনের কপালে এখন চিন্তার ভাজ।যোগাযোগ করলে আজমিরীগঞ্জ উপজেলার কৃষক ওয়ারিছ মিয়া বলেন, গত দু’দিনে নদীর পানি প্রচুর বেড়েছে। আর কয়েকদিন এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা আছে।

You might also like