হবিগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীকে নিয়ে কিছু কথা

নিউজ ডেস্ক
সত্যবাণী

হবিগঞ্জ: ফরহাদ আহমেদ চৌধুরী হবিগঞ্জের করোনাকালীন সময়ে কিংবদন্তিতুল্য এক বীরের নাম।করোনার শুরুতে আমরা সবাই যখন ঘরে বসে লক ডাউন পালন করছিলাম তখনই হবিগঞ্জের জনসাধারণকে করোনার বিরোদ্ধে সচেতন করার জন্য হবিগঞ্জের সুশীল সমাজকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলেন হবিগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নেমে পড়েন যুদ্ধে। এটি সাধারণ কোন যুদ্ধ নয়, অদৃশ্য শত্রুর বিরোদ্ধে যুদ্ধ। সেই মধ্য মার্চ থেকেই হবিগঞ্জের একপ্রান্ত থেকে অপর প্রান্তে চষে বেরিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েই।

অসীম সাহসী ফরহাদ ভাই করোনাকালীন মুহুর্ত গুলো কাটাচ্ছেন করোনা বিরোধী লড়াইয়ে। হবিগঞ্জ শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে জীবাণুনাশক ছিটানো, মাস্ক বিতরণ, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ, অসহায় পরিবারের খাদ্য ও চিকিৎসা সহায়তা, হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করোনা রোগীদের জন্য নিয়মিত খাদ্য ফলমূল দেওয়া, রোগীদের পানি গরমের জন্য ইলেকট্রিক কেটলি ও বিশুদ্ধ পানি পানের জন্য ওয়াটার ফিল্টার সরবরাহ, সর্বোপরি তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সার্বক্ষণিক ছিল ফরহাদ ভাইয়ের নজরদারি।অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারী সহায়তা নিশ্চিতে জেলা প্রশাসনের সাথে লিঁয়াজো রাখা, সংগঠনের কর্মপরিধি বাড়াতে উপজেলা পর্যায়ে কমিটি করে সারা হবিগঞ্জে করোনার বিরোদ্ধে সামাজিক সচেতনা সৃষ্টিতে হবিগঞ্জবাসীর নিকট ফরহাদ আহমেদ চৌধুরী ভাইয়ের ভুমিকা অবিস্মরণীয়। হবিগঞ্জের মানুষের মুখে যতদিন করোনার ইতিহাস থাকবে ততদিন তারা ফরহাদ ভাইকেও মনে রাখবে শ্রদ্ধার সাথে।

লেখকঃ মোঃ সাইফুল ইসলাম,শিক্ষক, সাংবাদিক ও উন্নয়নকর্মী

You might also like