হবিগঞ্জ জেলা ন্যাপ এর কার্যনির্বাহী কমিটির সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও তীব্র ক্ষোভ
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হবিগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার সকালে শহরের সবুজবাগের দলীয় কার্যালয়ে জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রবীন আইনজীবী ন্যাপের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি জননেতা অ্যাডভোকেট সদাকত আলী খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ন্যাপের সহ সভাপতি অ্যাডভোকেট রনজিৎ কুমার দত্ত, জেলা ন্যাপের সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক আলী, অধ্যক্ষ (অব:) গোকুল চন্দ্র দাশ, অ্যাডভোকেট সুশীতল দেব, অ্যাডভোকেট মনোজিত লাল দাশ, মো: আব্দুল কুদ্দুছ, জেলা ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ উপজেলা ন্যাপের আহ্বায়ক ডাঃ এম এ ওয়াদুদ, জেলা ন্যাপের শ্রম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর ন্যাপের আহ্বায়ক ডাঃ অনুকূল দাশ, জেলা ন্যাপের প্রচার সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর ন্যাপের সদস্য সচিব মোঃ বাচ্চু মিয়া, এটিএম নুরুল হক মাস্টার, পবিত্র রঞ্জন দাশ, খলিল আহমদ, মোঃ আব্দুল আলী মাস্টার, নুরুল ইসলাম তালুকদার, মোঃ সাজিদ মিয়া প্রমূখ।
সভার শুরুতে ন্যাপের সাবেক সাধারন সম্পাদক, ঐক্য ন্যাপের সভাপতি, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার জননেতা পংকজ ভট্টাচার্য এবং ন্যাপের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট শফিকুর রহমান এর মৃত্যুতে ১ (এক) মিনিট দাড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন শেষে সদ্য প্রয়াত নেতাদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।সভায় বক্তারা তীব্র গরমে অসহনীয় লোডশেডিংয়ের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে লোডশেডিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন। এছাড়া আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেট তথাকথিত বাজেট না হয়ে জনবান্ধব বাজেট প্রদানের আহ্বান জানান। চাল-ডাল-তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার নিয়ন্ত্রণে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের নিকট সরকার জিম্মি ও অসহায় হয়ে পড়েছে। জেলা ন্যাপ নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতিবাজ ব্যবসায়ী-সিন্ডিকেট নির্মুল এবং চাল-ডাল-তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য জোর দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সদাকত আলী খান বলেন, অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে, মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্থপতি, প্রবাসী বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্ঠা ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ প্রদত্ত সার্টিফিকেটধারী অনেক বীর মুক্তিযোদ্ধা এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। হবিগঞ্জ জেলায় তাদের মধ্যে অন্যতম হলেন: অ্যাডভোকেট সদাকত আলী খান, অ্যাডভোকেট রণজিৎ কুমার দত্ত, অ্যাডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, অ্যাডভোকেট মনোজিত লাল দাশ, ডা: এম এ ওয়াদুদ, ডা: অনুকূল দাশ, অধ্যক্ষ মো: রফিক আলী, অধ্যক্ষ (অব:) সফিউল আলম, অধ্যক্ষ (অব:) গোকুল চন্দ্র দাশ, জেলা ন্যাপের কোষাধ্যক্ষ ও হবিগঞ্জ পৌর ন্যাপের আহ্বায়ক অনুকূল চন্দ্র দাস, মো: আব্দুল কুদ্দুছ, শহীদ মনমোহন দাসের পুত্র অনুকূল চন্দ্র দাস মোঃ কাশেম আলী, হীরেন্দ্র দত্ত, শায়েস্তাগঞ্জের প্রয়াত ন্যাপ নেতা ইব্রাহীম মিয়া, বানিয়াচংয়ের প্রয়াত ন্যাপ নেতা আহসান উল্লা, প্রায়ত সৈয়দ আবিদুর রহমান, প্রয়াত হাবিবুর রহমান এটিএম নুরুল হক মাস্টার, মো: আব্দুল আলী মাস্টার, নুরুল ইসলাম তালুকদার, পবিত্র দাশ, সুধীন্দ্র দত্তসহ অধ্যাপক মোজাফফর আহমদের সনদপ্রাপ্ত ন্যাপের সকল মুক্তিযোদ্ধাদের অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নিকট জোর দাবি জানান।