সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক বিবৃতি
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: প্রখ্যাত কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে সৈয়দ আবুল মকসুদ এঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা রেখে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।সৈয়দ আবুল মকসুদ সোশ্যালিষ্ট পার্টির মুখপত্র ‘নবযুগ’ এবং পরবর্তীতে ন্যাপের সাপ্তাহিক পত্রিকা ‘জনতা’য় কাজ করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি এদেশের পরিবেশ আন্দোলনের একজন প্রথম সারির সংগঠক ছিলেন।বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন- অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদ এঁর আকস্মিক মৃত্যু জাতির জন্য অপূরনীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত-অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।