হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মজিদ খান
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান।১৯ আগস্ট শনিবার তিনি সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন।সড়ক পরিদর্শনকালে এমপি মজিদ খান কাজের গুণগত মান ও শিডিউল অনুযায়ী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ সম্পাদনের তাগিদ দেন। এছাড়া ১৮ কিঃ মিঃ সড়কের মধ্যে ৩ কিঃ মিঃ পাকা গার্ডওয়াল নির্মাণ ও সম্পূর্ণ সংস্কার, যথাযথভাবে বিটুমিনসহ দেড় ইঞ্চি কার্পেটিং করা হবে। কাজের ব্যয় হবে ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা।পরিদর্শন শেষে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও পদ্মাসন সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মুরাদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া ও উপ-সহকারী প্রকৌশলী দুলাল মিয়া প্রমুখ।উল্লেখ্য, বানিয়াচং থেকে হবিগঞ্জের সড়কটি আগামী ৪ বছরের মধ্যে ৩৪ ফুট প্রশস্থ হয়ে মহাসড়কে পরিণত হবে। বিধায় সড়কের পাশে থাকা মালিকানা ভূমিতে বাসা বা বাড়িঘর তৈরি করতে সতর্কতা অবলম্বন করার আহবান জানান এমপি আব্দুল মজিদ খান।