হবিগঞ্জ শহরের জালালাবাদ খোয়াই বাধে প্রধান শিক্ষকের ২টি মোবাইল ও ২৫ হাজার টাকা ছিনতাই
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জঃ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি,হবিগঞ্জ জেলার সদস্য মীর দুলালের বড় দুই ভাই সদর উপজেলার জয়নগর গ্রামের হাজী আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল গনী ও মীর জালাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ শহরে নিজবাসায় ফেরার পথে জালালাবাদ লম্বাবাগ নামক এলাকায় খোয়াই নদীর বাধে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় মুখোশধারী ৬/৭ জনের একটি ছিনতাইকারী দল দাঁড়ালো অস্ত্রের মুখে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।ছিনতাইয়ের বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবগত করলে তাৎক্ষনিকভাবে এসআই সাঈদ ও এএসআই আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উক্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন ও সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী এই ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং হবিগঞ্জ শহরের আশপাশ এলাকায় চুরি-ছিনতাই বন্ধে উদাসীন না থেকে ছিনতাই প্রবণ এলাকায় টহল বৃদ্ধিসহ জরুরী কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের প্রতি দাবি জানিয়েছেন।