হযরত শাহজালাল (রহ.)’র ৭০৪তম বার্ষিক ওরশ বৃহস্পতিবার থেকে শুরু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ প্রাচ্যসূর্য্য,সুলতানুল আউলিয়া, হযরত শাহজালাল মজররদে ইয়ামেনি (রহ.)’র ৭০৪তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ৮ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিল ১০ জুন শনিবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।মাহফিল উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে,পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল,গিলাফ চড়ানো,জিকির-আজকার, মরমী সঙ্গীত পরিবেশনা, আখেরি মোনাজাত ও তবরক বিতরণ।
উল্লেখ্য,৯ জুন শুক্রবার দিবাগত ভোর রাত ৩টায় আখেরী মোনাজাত শুরু হয়ে বাদ ফজর তবরক বিতরণ করা হবে।বার্ষিক মাহফিলে দেশ-বিদেশের সর্বস্তরের জ্বালালী ভক্ত-আশেকানদের অংশ নিয়ে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য দরগাহ-ই হযরত শাহজালাল মজররদে ইয়ামেনি (রহ.)’র মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল-আমান অনুরোধ জানিয়েছেন।