হাইকমিশনার মুনা তাসনিম আইএমএসও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক                             সত্যবাণী

লন্ডন:  যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০২১-২২ সালের ২৬তম সভার জন্য তিনি কাজ করবেন।

তিনি আইএমএসও এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানায়, সম্প্রতি লন্ডনে আইএমএসও’র সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানে সাইদা মুনা তাসনীম ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

আইএমএসও’র সদস্য দেশ ১০৬টি। সংস্থাটি মোবাইল স্যাটেলাইট ব্যবস্থা থেকে জনসাধারণ যেন নিরাপদে সেবা নিতে পারে, একই সঙ্গে সুরক্ষা পেতে পারে, সে লক্ষ্যে কাজ করছে।

সাইদা মুনা তাসনীম এক প্রতিক্রিয়ায় আইএমএসওতে দুই বছরের মেয়াদে মোবাইল স্যাটেলাইট ব্যবস্থায় সুরক্ষা ও টেকসই নিরাপত্তার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

You might also like