হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের ঈদ শুভেচ্ছা : ঘরে থেকে নিজ পরিবারের সাথে ঈদ উদযাপনের আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রবাসী বাংলাদেশিদের ঘরে থেকে নিজ নিজ পরিবারের সাথে নিরাপদে এবারের ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দেয়া এক শুভেচ্ছা বাণীতে এই অহ্বান জানিয়ে তিনি বলেন,এই ঈদুল ফিতরে আমি প্রত্যাশা করি, আপনারা সবাই ঘরে বসে এবার ঈদের নামজ আদায় করবেন এবং মহান আল্লাহ তা’লার কাছে প্রার্থনা করবেন তিনি যেন বিশ্বকে খুব তাড়াতাড়ি ভয়াল করোনা ভাইরাস থেকে মুক্ত করেন যাতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি।হাইকমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ হাই কমিশন কোভিড-১৯ পরিস্থিতিতেও ২৪ ঘন্টা হটলাইন টেলিফোন ও অনলাইনসহ বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ চিকিৎসক প্যানেল ও করোনা ভাইরাস প্রতিরোধে দূতাবাসের একটি ইমার্জেন্সি রেসপন্স টীম গঠন করে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সেবা প্রদান অব্যাহত রেখেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হাই কমিশন শীঘ্রই একটি বিশেষ ‘মুজিব বর্ষ সেবা সপ্তাহ’ করতে যাচ্ছে যখন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেই আরো বেশী কনস্যুলার সেবা পাবেন।হাইকমিশনার যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাকর্মী, সামাজিককর্মী ও স্বেচ্ছাসেবীসহ যারা করোনা ভাইরাসের দূর্যোগের সময় মানুষের সেবায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা এই দু:সময়ে যুক্তরাজ্য ও বাংলাদেশে অসহায় মানুষকে চিকিৎসা ও অন্যান্য জরুরী সেবা দিতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

You might also like