ইটনা-মিঠামইন অষ্টগ্রাম সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো।বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন,রাষ্ট্রপতি যদি উদ্যোগ না নিতেন তা হলে এখানে এ ধরনের সড়ক করা যায় সেটি আমরা জানতামই না।রাষ্ট্রপতির অনুপ্রেরণায় তারই উদ্যোগে আজ এ সড়ক। এই অঞ্চলের মানুষের এখন আর সেই আগের মতো দুঃখ থাকবে না। তা ছাড়া এখানে নাসিরনগরের সঙ্গে সংযোগ হয়ে যাচ্ছে। নাসিরনগর ধরেও ঢাকা চলে আসা যাবে, আবার ভৈরব থেকেও আসা যাবে। সব দিক থেকে যোগাযোগের চমৎকার ব্যবস্থা করতে পেরেছি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ তারা আগে যে কষ্টভোগ করতেন, সেটি আর ভোগ করবেন না।
তিনি বলেন, ‘ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ বর্ষাকালে নৌকায় যাতায়াত করতেন, কিন্তু শুকনা মৌসুমে পায়ে হাঁটা ছাড়া যাতায়াতের সুযোগ-সুবিধা তেমন ছিল না। সে জন্য এলাকায় একটা কথা প্রচলিত ছিল– বর্ষায় নাও শুকনায় পাও। আজকে আর সেটি না, এখন আর দুই পায়ে হাঁটতে হবে না। এখন গাড়ি, ঘোড়া সবই চলবে, সেই ব্যবস্থাটা করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় ৮৭৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ২৮ দশমিক ৭৭০ কিলোমিটার হার্ডসোল্ডারসহ ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৫৯০ দশমিক ৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার নির্মাণ, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ২৬৯ দশমিক ৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৭ দশমিক ৬০ লাখ বর্গমিটার সিসি ব্লক দ্বারা স্লোপ প্রটেকশন কাজ সম্পন্ন হয়েছে।রাষ্ট্রপতি ২০১৬ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। গত ২০ জুলাই গাড়িতে চড়ে তিনি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন।