হারের ক্ষোভে পুড়ছে বিজেপি, মোদি-অমিতে অসন্তোষ

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারতঃ করোনা মহামারির ভয়াবহ প্রেক্ষাপটে ভারতের যে কয়টি রাজ্যে সম্প্রতি বিধানসভা ভোট সংঘটিত হল, তার মধ্যে পশ্চিমবঙ্গেই যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, সে ব্যাপারে কোনও সংশয় নেই। এরইমধ্যে ব্যাপক সংখ্যাগরিষ্টতা নিয়ে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে। যদিও চূড়ান্ত ফল ঘোষণার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলার ক্ষমতায় যে তৃণমূল তথা মমতা বন্দ্য‌োপাধ্যায় ফিরছেন তা ইতিমধ্যেই স্পষ্ট। এমন ইঙ্গিত মেলার পর দেশটির নানা প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক দল মমতাকে শুভেচ্ছা জানাচ্ছেন।তার মধ্যে বিজেপির ‘ঘৃণার রাজনীতি’কে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা ও কর্মীদের অভিনন্দন। এক মহিলাকে বিজেপি-র ‘দিদি ও-দিদি’ বলে অপমান করার জোরালো জবাব দিয়েছেন জনতা’।

ভোট গণনা শুরুর পরেই ইঙ্গিত দেখে শিবসেনার মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউত আশাপ্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার বানাবে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইটে লেখেন, ‘বাংলার বাঘিনীকে অভিনন্দন। ও দিদি, দিদি, ও দিদি’।

অভিনন্দন জানিয়ে করোনা মহামারির বিরুদ্ধে এক সঙ্গে লড়াই আহ্বান জানিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার টুইটে লিখেছেন, ‘এই দুরন্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমরা একসঙ্গে মানুষের জন্য আমাদের কাজ এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাব’।

এছাড়া টুইট করে অভিনন্দন জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। তিনি লিখেছেন, ‘মমতা দিদি, আপনাকে ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই’।এদিকে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় শুধু হিন্দুত্ববাদী দল বিজেপিকে ভোট দেয়নি। যে রাজ্যে মোটামুটি ৭৫ শতাংশ হিন্দুর ভোট, সেখানে হিন্দু বাঙালি যদি বিজেপিকে ঢেলে ভোট দিত, যেমনটা তারা দিয়েছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, তবে নিঃসন্দেহে বিজেপি এ পর্যায়ে অনেকটাই এগিয়ে থাকত। ২০১৪ সালের লোকসভা থেকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির হিন্দু ভোট ২১ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশ হয়েছিল। এই মেরুকরণ ২০২১ সালে আরও তীব্র হবে বলে আশা করা গিয়েছিল। কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি ব্যর্থ করে দিয়েছে বাঙালি হিন্দুরা।

You might also like