১০ বছর পর সিলেট আলিয়ার মাঠে বিএনপি’র বড় গণসমাবেশ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ১০ বছর পূর্বে নগরির সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সিলেট বিএনপি’র সবচেয়ে বড় সমাবেশ। এবার সেই সমাবেশের চেয়ে বেশি লোকসমাগম করতে চায় দলটি। তাই ১ মাস আগে থেকেই গণসমাবেশের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, সভা-মিছিল করছেন। লক্ষ্য একটাই আগামী ১৯ নভেম্বর শনিবার গণসমাবেশ যাতে সফল হয়। সর্বশেষ বড় সমাবেশ হয়েছিল ২০১২ সালে।জানা যায়, গণসসাবেশকে কেন্দ্র করে ১ মাস ধরে চলছে প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চ স্থাপনের কাজ শুরু করা হয়েছে। সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে চলছে মঞ্চ নির্মাণ। ৭০ ফুট প্রস্থের ও ৩০ ফুট দৈর্ঘ্যরে এই সমাবেশ মঞ্চ তৈরী হচ্ছে আলিয়া মদ্রাসা ময়দানের পূর্বদিকে। পূর্ব থেকে পশ্চিমমুখী এই মঞ্চের সম্মুখের মাঠে অবস্থান করতে পারবে কয়েক লাখ মানুষ। ইতোমধ্যে মাঠের বিভিন্ন জায়গার উঁচু-নিচু স্থান বালু দিয়ে ভরাট করে সমান্তরাল করে দেয়া হয়েছে।

সিলেট বিএনপি নেতারা জানিয়েছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল সিলেট নগরিতে। গোটা নগরি হয়ে পড়েছিল স্তব্ধ। এবার সিলেট বিএনপি এরচেয়ে বেশি লোক সমাগম করতে চায়। সেই লক্ষ্যে কাজ চালাচ্ছেন বিএনপি নেতারা। এজন্য টানা ১ মাস ধরে চলছে প্রচারণা কার্যক্রম। এই কার্যক্রমে এসে সম্পৃক্ত হচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। নগরের প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে বিএনপির তরফ থেকে দাওয়াত দেয়া হয়েছে। একই সঙ্গে জেলার ওয়ার্ড ও গ্রামপর্যায় পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে।প্রচারণায় গিয়ে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা জানিয়েছেন, শুধু বিএনপি নয়, অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও গোটা বিভাগজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। চলছে লাগাতার বৈঠকও। ওই সব বৈঠকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে নগরে শুরু হয়েছে শো-ডাউন। বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা নিজেদের উদ্যোগে প্রতিদিনই এলাকায় এলাকায় শো-ডাউন দিচ্ছেন। আর এসব শো-ডাউন নজর কাড়ছে নগরবাসির।সিলেট বিভাগীয় বিএনপি’র গণসমাবেশ সফল করতে টানা ১ মাস ধরে সিলেটে অবস্থান করছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার নেতৃত্বে চলছে সার্বিক কার্যক্রম। কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের কাজে ছিলেন যুক্তরাষ্ট্রে। আজ-কালের মধ্যে তিনি সিলেটে ফিরে প্রচারণাসহ গণসমাবেশের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। এই গণসমাবেশের সমন্বয়ক হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন। তিনি শেষবারের মতো গত সপ্তাহে সিলেট সফর করে গেছেন। ৪ জেলায় সফর করে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি প্রস্তুতিসভা করে গেছেন।জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, বিভাগীয় গণসমাবেশ সফল করতে আমার প্রস্তুতিতে ফাঁক রাখছি না। ১ সপ্তাহ আগে থেকেই মঞ্চ নির্মাণ শুরু করা হয়েছে। এর বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীই ঘরে বসে নেই। সবাই সমাবেশ সফল করতে মাঠে নেমেছেন। এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কাইয়ূম বলেন, সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে এবার স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। শুধু আলিয়া মাদ্রাসা ময়দানই নয়, গোটা নগরিই পরিণত হবে মানুষের সমুদ্রে।

You might also like