১১ নভেম্বর বিটিএর শিক্ষকতা বিষয়ক সেমিনার

মোস্তফা কামাল মিলন
সত্যবাণী

লন্ডন: বৃটিশবাংলাদেশ টিচার্স এসোসিয়েশন (বিবিটিএ) এর উদ্যোগে আগামী ১১ই নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শিক্ষা  শিক্ষকতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “এক্সেলেন্স ইন টিচিং এন্ডলীডারশীপ সেমিনারটি অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডনের ৮১৯১ কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ  একাডেমীতে (স্কুল) (London E1 1RD). 

সেমিনারের উদ্দেশ্য:

যারা স্নাতক ডিগ্রীধারী অথবা স্নাতকে অধ্যয়ন করছেন কিংবা টিচিং এসিস্ট্যান্ট হিসেবে স্কুলে কাজ করছেনবিশেষ করে স্কুলকলেজে অধ্যয়নরত অবস্থায় অদূর ভবিষ্যতে শিক্ষকতা করা নিয়ে হয়তোবা যারা খানেকটা ভাবছেনতাদের উৎসাহ দান করাএবং  পেশায় প্রবেশের বিভিন্ন পথ  এর আদ্যপান্ত সম্পর্কে তথ্য দেওয়া বা অবহিত করা।

অধুনা যারা শিক্ষকতায় নিয়োজিত রয়েছেনতারা  পেশায় বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে তথা উচ্চপদে আসীন হওয়ার আকাঙ্খাকরছেনএমনকি চুড়ান্ত নেতৃত্বে (হেড মাস্টারসমাসীন হওয়ার একান্ত বাসনা পোষণ করছেনতাদের অনুপ্রাণিত করা এবং ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে করণীয় সম্বন্ধে ওয়াকিবহাল করা।

নিম্নোক্ত শিক্ষকতা  শিক্ষাদান বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বিভিন্ন বিষয়ে লেকচার প্রদান করবেনঃ

স্যালী অ্যালটন – শারক্র্যাফ্টপ্রফেসর অফ সোস্যাল এডুকেশনক্যাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়।

ড্যানিয়্যাল ডেনিস – প্রিন্সিপাল লেকচারার অফ এডুকেশনক্যাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়।

আশিদ আলী – প্রিন্সিপাললন্ডন এন্টারপ্রাইজ একাডেমী।

তাহমিনা বেগম – এক্সিকিউটিভ হেডটিচারকমিউনিটি স্কুলস্ ট্রাস্ট।

ডক্টর মাইকেল হারপাম – রিটায়ার্ড হেড টিচার।

সেমিনারে শিক্ষকতায় নিয়োজিত হবার বিভিন্ন উপায়শিক্ষকতায় বাঙালিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকগনের চ্যালেঞ্জসমূহশিক্ষকতায় উৎকর্ষ সাধনসহ বিভিন্ন বিষয়ে তথ্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের সুবর্ণ সুযোগ রয়েছে। 

শিক্ষকতা পেশার ভবিষ্যত সম্ভাবনা বা এটাকে পেশা হিসেবে বিবেচনা করতে আগ্রহী এবং  পেশার ধারাবাহিকতা বজায় রাখা এর উচ্চতর বিভিন্ন পর্যায়ে নিজেদের উন্নীত করার (প্রমোশনবাসনা পোষণ করতে উৎসাহী কিংবা তা একান্তচিত্তে কামনাকরছেন এমন সকলকে  সেমিনারে যোগ দেবার জন্য বিবিটিএ আন্তরিক আহ্বান জানাচ্ছে।

এতে পানীয়  মুখরোচক মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে।

বিবিটিএর  সেমিনারে অংশগ্রহনেচ্ছুগন বিস্তারিত অবগত হওয়া  তালিকাভুক্তির জন্য সংগঠনের সাধারণ সম্পাদকসিরাজুল বাসিত চৌধুরী (০৭৭০১ ০৮৫ ৭৯৭এবং মোহাম্মদ আবু হোসেনের (০৭৯৮৫ ১৭৭ ২৮২সঙ্গে যোগাযোগ করতেপারেন।

You might also like