১৩ জানুয়ারী কার্ডিফে ব্রিটিশ-বাংলাদেশী মেয়রের ফাণ্ড রেইজিং কনসার্ট
সারওয়ার-ই আলম
সত্যবাণী
কার্ডিফ: ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির গর্ব, কার্ডিফ সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর ডক্টর বাবলিন মল্লিক মনোনীত চ্যারিটি ইউকান প্রোডাকশন এর জন্য ফাণ্ড রেইজিং উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৩ই জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টায়।
কার্ডিফস্থ রয়েল ওয়েলস কলেজ অব মিউজিক অ্যাণ্ড ড্রামা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউকান প্রোডাকশনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের সঙ্গে অংশগ্রহন করছেন বিলেতের শীর্ষস্থানীয় দক্ষিণ এশীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৌধ এবং কার্ডিফভিত্তিক সামাজিক সংগঠন ক্লাব ফোরটিন হানড্রেডের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান থেকে উত্তোলিত অর্থ দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন ইউকানের জনহিতৈষী কার্যক্রমে ব্যয় করার জন্য প্রদান করা হবে বলে জানান আয়োজকদের প্রতিনিধি কার্ডিফ সিটি কাউন্সিলের কাউন্সিলর জাসমিন চৌধুরী। দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অংশ নিয়ে এই মহৎ মানবিক উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানটি ইভেণ্ট ব্রাইট ওয়েবসাইটে গিয়ে বুক করা যাবে। বুকিং লিঙ্ক:
https://www.eventbrite.co.uk/e/symphony-to-the-soul-tickets-765403772287?aff=ebdsshother