১৪ দলীয় জোট শরীকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জ্বালানি তেল, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ’লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক প্রধান দলগুলোর মধ্যে ৫টি দল সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকেলে নগরির কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও জেলা সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর জাসদ সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মৈত্রী সভাপতি আব্দুল্লাহ খোকন, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস বিশু বিক্রম, ডা জাহাঙ্গীর আলম দুলাল, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, সদস্য ফতহুম কবির বিজয়, বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, নারী মুক্তি সংসদ নেত্রী আকলীমা আক্তার, লাকি আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, আমরা আ’লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যুক্ত হয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার, বেকারত্ব দূরীকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতসহ ২৩ দফার দাবির ভিত্তিতে। কিন্তু একমাত্র যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া আমরা আর কিছুই পাইনি।তারা বলেন, সরকার রাতের আঁধারে জ্বালানি তেলের দাম ইচ্ছেমতো বৃদ্ধি করেছে, এতে স্পষ্ট প্রমাণিত যে তাদের কাছে সাধারণ জনগণের প্রতি মূল্যবোধ নেই এবং ১৪ দলীয় জোটের প্রতি নেই তাদের কোনো দায়িত্ববোধ। আজ বিশ্ববাজারে দাম ও চোরাচালানের অজুহাতে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি। কৃষকের সার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চাল, ডাল, তেল, গ্যাস, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বার বার বাড়ানোর পর আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার যা নিস্প্রয়োজন ও অযৌক্তিক।বক্তারা আরও বলেন ‘মরার উপর খাড়ার ঘা’-এর মতো গেলো ২ বছর করোনা মহামারী, সিলেট বিভাগে উপযুপোরী দু’দুবার বন্যায় সাধারণ জনগণের দুঃখ-দুর্দশা লেগেই আছে। এমতাবস্থায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবিকা নির্বাহের করুণ দৃশ্য ফুটে উঠেছে যা শ্রীলঙ্কার পথে দেশ এগোচ্ছে। বক্তারা সরকারের আত্মঘাতি ও গণবিরোধী এসব কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।