১৫ই নভেম্বর সৈয়দ আব্দুল হান্নান স্মরণে লন্ডনে নাগরিক শোকসভা: ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন

প্রেস রিলিজ ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদ্য প্রয়াত সভাপতি মন্ডলীর সদস্য, সিলেট জেলা ন্যাপ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান স্মরণে লন্ডনে এক নাগরিক শোক সভার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ই নভেম্বর, সোমবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এই শোক সভা অনুষ্ঠিত হবে। 

শোক সভা উপলক্ষে সম্প্রতি গঠন করা হয়েছে ১০১ সদস্য বিশিষ্ট এক নাগরিক শোক সভা কমিটি। যুক্তরাজ্য ন্যাপ সভাপতি জনাব আজিজুর রহমান ময়নাকে আহবায়ক ও মোহাম্মদ হরমুজ আলীকে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

যুগ্ম-আহবায়ক – মাহমুদ এ রউফ, সৈয়দ আব্দুর রকিব, হারুনুর রশীদ, আবু মুসা হাসান, আব্দুল মান্নান, মাহমুদ হাসান এম বি ই, সৈয়দ নাহাস পাশা, মোস্তফা কামাল ইয়াকুব, শেখ নূর, হারুনর রশীদ (উদীচী), কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এম বি ই, মুজিবুল হক মনি, সৈয়দ আবুল মনসুর লিলু, এম এ মুনিম, গয়াছুর রহমান, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম, লোকমান আহমেদ, আবু হোসেন, সদর উদ্দিন আহমেদ ও আনসার আহমেদ উল্লাহ।

সদস্য সচিব – মোহাম্মদ হরমুজ আলী
যুগ্ম-সদস্য সচিব – সৈয়দ এনামুল ইসলাম, সৈয়দ আনাস পাশা, দিলু নাসের, মল্লিক শাকুর ওয়াদুদ, আব্দুল আহাদ চৌধুরী, আলীমুজ্জামান, জামাল সৈয়দ নাসের, মাশূক ইবনে আনিস, আশরাফুল ইসলাম।

অর্থ সচিব – ফজল উদ্দিন
যুগ্ম-অর্থ সচিব – সৈয়দ মুজিবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, জামাল আহমেদ খান।

সদস্য – সুলতান মাহমুদ শরীফ, জালাল উদ্দীন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, সৈয়দ হাসান আহমেদ, কাউন্সিলর আহবাব হোসেন, নুরুল হক লালা মিয়া, সাজ্জাদ মিয়া এম বি ই, বজলুর রশিদ এম বি ই, অলি খান এম বি ই, ভি পি ইকবাল হোসেন, মোহাম্মদ বাসিত, সৈয়দ এনামুল হক বদরুল, মামুন কে চৌধুরী, শহীদ আলী, মতিউর রহমান, আমান উল্লাহ আমান, তারিফ আহমেদ, সৈয়দ সাদেক, রেদোয়ান খান, হারিক কামালী, জোবায়ের আহমেদ, সৈয়দ আবদুল হক, বাতিরুল হক সরদার, কাজী দেলোয়ার হোসেন, দেলোয়ার আহমেদ, সৈয়দ কফিল আহমেদ, সৈয়দ নাসির আহমেদ, মিঠু চৌধুরী, জিয়া শহীদ সৈয়দ, আবজল হোসেন, জোবায়ের আহমেদ, সৈয়দ বেলাল আহমেদ, সৈয়দ তারেক, মাহমুদুর রহমান শাহানুর, সৈয়দ শাহেদ আহমদ, শামসুজ্জামান সাবুল ও নওশাদ নূর প্রমুখ।

নাগরিক শোক সভায় যোগদানের জন্য অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল দল, গোষ্ঠি ও ব্যক্তির প্রতি আহবান জানিয়েছে নাগরিক শোক সভা কমিটি।

You might also like