১৫০ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে লাঙল, চতুর্থ স্থানে নৌকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৫০ কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।এখন পর্যন্ত পাওয়া ১৫০ কেন্দ্রের ফলে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। কেন্দ্রগুলোতে লাঙল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৫৫৩ ভোট।দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল। তবে তার ভোট লাঙলের চেয়ে অনেক কম। হাতপাখা প্রতীক নিয়ে পিয়াল পেয়েছেন ৩২ হাজার ৭২ ভোট।এদিকে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি ২১ হাজার ১৯৫ ভোট পেয়েছেন। মিলন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীক নিয়ে ওই কেন্দ্রগুলো থেকে পেয়েছেন ১৪ হাজার ৮৯৪ ভোট।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৮টায় শুরু হয়। নির্দিষ্ট সময়ে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। তবে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ভোটগ্রহণ চলে রাত ৮টা পর্যন্ত। নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। সকাল থেকে ইভিএমে ভোট দিতে বিলম্ব হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা। নির্দিষ্ট সময়ের পরও কিছু কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী, ১৮৩ জন কাউন্সিলর এবং ৬৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির (জাপা) মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।

You might also like