‘১৮ বছরের কম বয়সীদের টিকার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।এরআগে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মডার্না ও ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এদিকে করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হলো- আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে দেশে প্রায় ১ কোটির মতো শিক্ষার্থী রয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

You might also like