২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশিত হয়েছে। এতে নতুন বছরের জন্য ছুটি বরাদ্দ রাখা হয়েছে মোট ৮৫ দিন।সোমবার (২৮ ডিসেম্বর) এই তালিকা প্রকাশিত হয়।এর আগে গত ২১ ডিসেম্বর এই তালিকার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষাপঞ্জিতে আসছে ২০২১ সালে স্কুলের ছুটি ৮৫ দিন। ইতোমধ্যে এই তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।এ ছুটি দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কার্যকর হবে। বড় ছুটি হিসেবে ইদুল ফিতর ও ইদুল আযহা রয়েছে।