২২ দিন পর রাজপথে নেমেছে গণপরিবহন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে টালমাটাল সময়ের মাঝে দীর্ঘ ২২ দিন পর আজ থেকে ফের সড়কে চলছে গণপরিবহন। এরই ধারাবাহিকতায় মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে পরিবহন সেবা দিচ্ছে যাত্রীবাহী বাসগুলো।সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকেই গণপরিবহন চলাচল শুরু হয়।
গণপরিবহন চালু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে রাজধানীও। সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে যাত্রীবাহী বাস। তবে চলমান লকডাউনে সকাল থেকে তেমন একটা যানজট পরিলক্ষিত হয়নি।এর আগে গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউনের আদলে কঠোর নিষেধাজ্ঞার শুরুর দিন থেকেই গণপরিবহন বন্ধ ছিল। এরপর টানা তিন দফার নিষেধাজ্ঞাতেই বন্ধ ছিল গণপরিবহন। তবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চতুর্থ দফার কঠোর নিষেধাজ্ঞায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হলো।সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, শুধুমাত্র জেলার গাড়ি জেলাতে চলাচল করতে পারবে। করোনার সংক্রমণ এড়াতে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচল।এসব নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত জানাবে সরকার।