২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু
নিউজ ডেস্ক
সত্যবাণী
রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। বাকিদের মধ্যে ৯ জন শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। আর একজন করোনামুক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, একদিনে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুই জন করে, নওগাঁর তিন জন, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী।হাসপাতালের পরিচালক জানান, মৃত ১৮ জনের মধ্যে আট জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের তিন জন এবং ৩১ থেকে ৪০ বছরের বয়সের দুই জন রোগী রয়েছেন।পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। আজ সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।এছাড়া বুধবার দুটি ল্যাবে রাজশাহীর ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। যা আগের দিন ছিল ২১ দশমিক ৯২ শতাংশ ছিল বলে জানান হাসপাতালের পরিচালক।