২৫ জানুয়ারি সারাদেশে বিএনপির সমাবেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫শে জানুয়ারি দেশের সকল মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি। আজ রাজধানীত মিছিল পূর্ব সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, সরকার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, এনার্জি রেগুলেটরি কমিশনকে তোয়াক্কা না করে, বিদ্যুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। বিএনপির সরকারের সময় বিদ্যুতের ইউনিট ছিল ২ টাকা ৬০ পয়সা, আর এখন ১১ টাকা দিতে হয় এক ইউনিটে।তিনি বলেন, সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন না করে টাকা বিদেশে পাচার করেছে, ক্যাপাসিটি চার্জ নামে জনগণের পকেট কাটছে বিদ্যুৎ উৎপাদন না করেই। বাংলাদেশ ব্যাংক এখন প্রকাশ করতে বাধ্য হয়েছে, গত ১০ বছরে এদেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি আরও বলেন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে আজ সরকারের লোকের পাচার করা টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে। আজ রিজার্ভ সংকট, ব্যাংকে তারল্য সংকট। আজকে বাংলাদেশে ধনী-গরিবের ব্যবধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, যা গত ১২ বছরে সরকারের কারণে হয়েছে। আজকে দেশের মধ্যবিত্ত শ্রেণি গরীব হয়ে গিয়েছে।