২৫ শে ফেব্রুয়ারী শনিবার লন্ডনে একুশের প্রভাতফেরি
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী
লন্ডনঃ গত ১৬ ফেব্রুয়ারী লন্ডন বাংলা প্রেস ক্লাবে একুশের প্রভাতফেরী পরিষদ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এবারের প্রভাতফেরি হবে শনিবার ২৫ শে ফেব্রুয়ারী ।পরিষদের নেতৃবৃন্দরা বলেন, বিলেতের বেড়ে উঠা নব প্রজন্মসহ অপরাপর বহু ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম গাঁথা ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সালে বিলেতে প্রথমবারের মতো আমরা একুশের প্রভাতফেরি আয়োজন করি। বাংলাদেশ যুব ইউনিয়নের যুক্তরাজ্যে শাখা অগ্রণী ভূমিকা পালন করে এবং বিলেতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গড়ে উঠে একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ। তারই ধারাবাহিকতা আজও অব্যাহত রেখেছি আমরা।তারা আরোও বলেন, ‘বিগত ৭ বছরের ধারাবাহিকতায় এবারও আমরা লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচী নিয়েছি। আপনারা অবগত আছেন যে ঐতিহ্য অনুযায়ী ২০শে ফেব্রুয়ারী মধ্য রাতে অর্থাৎ রাত ১২টা এক মিনিটে আলতাব আলী পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়ে আসছে। যেহেতু মধ্যরাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারেননা, বিশেষ করে শিশু কিশোররা আসতে পারেনা, তাই গত সাত বছর যাবৎ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাতের আয়োজনের পাশাপাশি সকালবেলা প্রভাতফেরি পালিত হয়ে আসছে।‘
প্রচলিত রীতি অনুযায়ী একুশের দিন ভোরে প্রভাতফেরী হওয়ার কথা থাকলেও বিলেতের আবহাওয়া ও শিশু-কিশোরদের স্কুলের বিবেচনায় ২/৪ দিন পিছিয়ে প্রভাতফেরী হয়ে থাকে । অর্থাৎ প্রতিবছর একুশে ফেব্রুয়ারির পরের শনি অথবা রোববার প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এবছর প্রভাতফেরী ও শিশু কিশোরদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। এরপর ব্রাডি আর্টস সেন্টারে দুপুর থেকে বিকেল পর্যন্ত শিশু কিশোরদের অংশগ্রহণে এবং বিলিতের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংবাদিক সম্মেলনে পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহবায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সদস্য সচিব জামাল আহমদ খান, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান এবং শাহরিয়ার বিন আলী।