২৮ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

রাশিয়া: রাশিয়ায় ২৮ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার (৬ জুলাই) দেশের পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ঘটনাটি ঘটেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এএন-২৬ বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে কামচাটকা উপদ্বীপের পালানায় যাচ্ছিল।স্থানীয় কর্মকর্তাদের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানিয়েছে, কীভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে তা নিয়ে নানা বক্তব্য পাওয়া যাচ্ছে।

একটি সূত্র বলছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হতে পারে। আরেকটি সূত্র বলছে, বিমানটি পালানা শহরের নিকটবর্তী একটি কয়লা খনির নিকটে বিধ্বস্ত হতে পারে।ইতোমধ্যে বিমানটি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। কমপক্ষে দুইটি হেলিকপ্টার অনুসন্ধানের কাজ চালাচ্ছে।বিমান দুর্ঘটনার জন্য রাশিয়ার এক সময় খারাপ রেকর্ড ছিল। কিন্তু সম্প্রতি তারা এয়ার ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। কিন্তু বিমানের দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার মান নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। গত কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের মে মাসে বড় বিমান দুর্ঘটনা ঘটে। মস্কো বিমানবন্দরে সংঘটিত ওই দুর্ঘটনায় ৪১ জন মারা যান।

 

You might also like